চট্টগ্রাম শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

আমাকে বেশ কিছুদিন ধরে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : সোহেল তাজ

অনলাইন ডেস্ক

২৯ আগস্ট, ২০২৪ | ৫:২৮ অপরাহ্ণ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, আমাকে বেশ কিছুদিন যাবত বিভিন্ন মহল থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিরাপত্তাজনিত বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

 

সোহেল তাজ বলেন, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র-জনতা একটি পরিবর্তনের জন্য শত শত প্রাণের বিনিময়ে আজ অন্তর্বর্তীকালীন সরকার এসেছে৷ এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা চাই, একটি গণতান্ত্রিক, সমৃদ্ধশালী প্রগতিশীল বাংলাদেশ।

 

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে এই সরকারের সাফল্য কামনা করছি। আমি মনে করি, যেকোনো ভালো কাজ কিংবা রাষ্ট্র সংস্কারের কাজের জন্য আইনশৃঙ্খলার উন্নতি করা বড় একটি অংশ। সুশাসন পেতে হলে আইনের শাসন জরুরি। আমি ব্যক্তিগতভাবে আমার একটি বিষয় নিয়ে এখানে এসেছি। আমাকে বেশ কিছুদিন যাবত বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে। আমার প্রাণের ওপর হুমকি এসেছে।

 

তিনি আরও বলেন, আপনারা জানেন আমি একজন কর্মঠ মানুষ। প্রতিদিন আমাকে কাজ করতে হয়। গতকাল আমি যখন কাজ শেষ আমার ডিওএইচএসের বাসায় ফেরত যাচ্ছিলাম, তখন একটি মোটরসাইকেল চালক আমাকে ছায়ার মতো ফলো করেন। আমি যখন সেনানিবাস দিয়ে ঢুকে যায়, তখন তিনি আমাকে থামতে বলেন। আমি দেখি তার শার্টের মধ্যে লাল-নীল লাইট জ্বলছে। তিনি আমাকে ইশারা করছেন থামতে। আমি বুঝতে পারছিলাম না তিনি কে। সাধারণত ক্যান্টনমেন্টের মধ্যে এমপিরা থামায়। আমাকে থামানোর পর আমি তাকে অনেকবার জিজ্ঞেস করি আপনি কে? আপনার পরিচয় কী? আমাকে কেন থামতে বলেছেন? উনি বারবার আমাকে বলছেন আমাদের লোক আসবে। আপনার থামতে হবে।

 

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একপর্যায়ে আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কি আমাকে চিনতে পেরেছেন? তিনি বললেন হ্যাঁ। আপনি সোহেল তাজ। এরপর আমি আরও অবাক হয়ে গেলাম। এরপর আমি তাকে ফোনে বলতে শুনেছি ‘উনি জাহাঙ্গীর গেইট দিয়ে ঢুকে গিয়েছেন। আপনারা এখানে এই লোকেশনে আসেন।’ আমি তাকে বারবার তার পরিচয় জানতে চাইলাম। সে কোনো জবাব দিলেন না। এরপর তিনি আবার ফোনে কথা বলে আমাকে বললেন আপনি চলে যেতে পারেন।

 

তিনি বলেন, আমি যেটা উপলব্ধি করতে পেরেছি সে যে ব্যক্তির সাথে কথা বলছিল তারা অন্য স্থানে অবস্থান নিয়েছিল। তারা ভেবেছিল আমি হয়তো মহাখালীতে দিয়ে যাবো।

 

সোহেল তাজ আরও বলেন, আমি মনে করছি এখানে একটি অঘটন ঘটাবার পরিকল্পনা ছিল। আমি আজ এই বিষয়গুলো স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করতে এসেছি। আমি মনে করি, বাংলাদেশের সব নাগরিকের ব্যক্তি নিরাপত্তার অধিকার আছে। আমি তাকে বলেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অতি দ্রুত উন্নতি করেন। তিনি বিষয়ে আশ্বাস দিয়েছেন।

 

তাজ বলেন, আমি বর্তমানে সাধারণ নাগরিক হলেও আমার একটি পরিচয় আছে। সেই পরিচয় জায়গা থেকে অনেক মহল থেকে অনেক কিছু করার প্রয়াস থাকতে পারে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট