নারায়ণগঞ্জে গাজী টায়ারস কারখানার ছয়তলা ভবনের বেসমেন্টে অনুসন্ধান চালিয়ে কোন ভিকটিমের খোঁজ মেলেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ওই বেসমেন্টে প্রবেশ করে।
সেখানে অনুসন্ধান চালিয়ে কোন ভিকটিমকে পাওয়া যায়নি বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল মন্নান।
মান্নান বলেন, ভবনটিতে একটি বেসমেন্ট থাকার তথ্য আমাদের কাছে ছিল। সেখানে কেউ আটকা পড়েছিলেন কিনা সেটা দেখতে দুপুর ১২টার দিকে আমাদের একটি দল অনুসন্ধান চালায়। বেসমেন্টে আগুন পৌঁছায়নি, জায়গাটি অক্ষত রয়েছে। কিন্তু অনুসন্ধানে সেখানে কোন ভিকটিমের খোঁজ মেলেনি।
এর আগে সকাল এগারোটার দিকে সহকারী পরিচালক আনোয়ারুল হক জানিয়েছিলেন, তারা ভবনটির বেসমেন্টে অনুসন্ধান চালাবেন। তবে ভবনটির চতুর্থ ও পঞ্চম তলার মেঝে ধসে পড়েছে। এ অবস্থায় পুরো ভবনে অনুসন্ধান বা উদ্ধার অভিযান চালানো যাচ্ছে না।
সকালে ভবনটি পরিদর্শন করে ভেতরে ঢুকে উদ্ধার অভিযান চালানো ‘খুবই বিপজ্জনক’ বলে জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক রাকিব আহসান।
ভবনটির ব্যাপারে কী করা হবে এবং কোন উপায়ে উদ্ধার অভিযান চালানো যাবে; এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত দেবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মন্নান।
পূর্বকোণ/মাহমুদ