চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

অনলাইন ডেস্ক

২৮ আগস্ট, ২০২৪ | ১২:২৫ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (২৮ আগস্ট) ভোরে শুরু হওয়া এই যানজট রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জের মদনপুরে চট্টগ্রামমুখী লেনে গিয়ে শেষ হয়েছে। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট রুটের যাত্রী ও চালকেরা।

 

স্থানীয়রা বলছেন, সকাল থেকে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে তা জানা নাই।

 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, সকাল থেকে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। ত্রাণের ট্রাকসহ বিভিন্ন যানবাহন এলোপাতাড়ি প্রবেশ করছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট