চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

পলক-জয়-টুকুকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন

অনলাইন ডেস্ক

২৫ আগস্ট, ২০২৪ | ৮:০১ অপরাহ্ণ

রাজধানীর লালবাগ থানা এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহকে গুলি করে হত্যার মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ছয়জনকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

 

অন্যরা হলেন- সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক, সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

 

রবিবার (২৫ আগস্ট) তাদের উপস্থিতিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। এদিন তাদের রিমান্ড শেষ হওয়ায় এ মামলায় গ্রেপ্তার দেখানো পূর্বক ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।

 

এর আগে বৃহস্পতিবার (১৫ আগস্ট) শামসুল হক, জুনাইদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে আদালতে হাজির করে পুলিশ। এর পর রাজধানীর পল্টনে এক রিকশাচালককে হত্যার অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট