চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক

২৫ আগস্ট, ২০২৪ | ৬:৪০ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস আজ রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর এটিই হবে জাতির উদ্দেশে তার প্রথম ভাষণ।

 

রবিবার (২৫ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়। ভাষণটি একযোগে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে সম্প্রচার করা হবে।

 

প্রসঙ্গত, শেখ হাসিনার পদত্যাগের পর গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ জন উপদেষ্টা শপথ গ্রহণ করেন। পরে আরও বেশ কয়েকজন উপদেষ্টা শপথ নেন। বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ২১ জন।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট