চট্টগ্রাম শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

বন্যায় ডুবে যাওয়া শিশুকে উদ্ধার করে হেলিকপ্টারে ঢাকায় আনলো বিজিবি

অনলাইন ডেস্ক

২৫ আগস্ট, ২০২৪ | ১২:৩৭ অপরাহ্ণ

ফেনীর পরশুরামে বন্যার পানিতে ডুবে যাওয়া নাজমুল নামে দেড় বছর বয়সী এক মুমূর্ষু শিশুকে উদ্ধার করে হেলিকপ্টারে করে ঢাকায় এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।

 

রবিবার (২৫ আগস্ট) সকালে বিজিবির সদরদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত অসহায় বানভাসি মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য বিজিবি হেলিমিশন পরিচালিত হয়।

 

এ সময় বিজিবির এয়ার উইংয়ের উপ-মহাপরিচালক কর্নেল মো. মঈনুল ইসলামের কাছে খবর আসে পার্শ্ববর্তী অন্তপুর গ্রামের প্রবাসী কাজী নুরুল আমিনের দেড় বছর বয়সী শিশু নাজমুল বন্যার পানিতে তলিয়ে গেছে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। এ পরিস্থিতিতে বিজিবি কর্মকর্তা তাৎক্ষণিকভাবে তার পরিবারের লোকজনসহ হেলিকপ্টারে করে তাকে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে নিয়ে আসে।

পরে সেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত।

এতে আরও বলা হয়, বিজিবি দুটি হেলিকপ্টারে করে বাংলাদেশ সেনাবাহিনীর দুই হাজার কেজি ত্রাণসামগ্রী ফেনীর পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয়, ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় ও কুমিল্লার চৌদ্দগ্রামের হিঙ্গুলা হাসানিয়া উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট