চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আমরা কেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করব প্রশ্ন প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

৯ অক্টোবর, ২০১৯ | ৫:১৫ অপরাহ্ণ

ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পরিকল্পনা আওয়ামী লীগের নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কোনো  শিক্ষা প্রতিষ্ঠান চাইলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে পারে। বুয়েট যদি মনে করে সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবে; তারা করতে পারে।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

শেখ হাসিনা বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠান চাইলে করুক, আমরা কেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করব। প্রতিটি সংগ্রামে অগ্রণী ভূমিকা আছে ছাত্রদের।

দেশের নেতৃত্ব উঠে এসেছে ছাত্র রাজনীতি থেকে উল্লেখ করে তিনি আরো জানান, আমি ছাত্র রাজনীতি করেই এখানে এসেছি। এর ফলেই আমরা দেশের জন্য কাজ করতে পারি।

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট