চট্টগ্রাম শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

আন্দোলনে পুলিশের ছেলে হত্যা মামলার আসামিও ৫ পুলিশ কর্মকর্তা

অনলাইন ডেস্ক

২১ আগস্ট, ২০২৪ | ১:৪৭ অপরাহ্ণ

যাত্রাবাড়িতে আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ যাওয়া আরেক পুলিশের ছেলে নিহতের ঘটনায় পাঁচ পুলিশ কর্মকর্তাকে আসামি করে মামলা করেছে ইমাম হোসেনের পরিবার।

ইমাম রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের জ্যেষ্ঠ উপ-পরিদর্শক মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে।

মামলায় বিবাদী করা হয়েছে যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি জাকির হোসেন, ডিসি ইকবাল হাওসেন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, এসি তানজিল আহমেদ ও এস আই শাহাদাত আলী।

অভিযোগে বলা হয়, গত ২০ জুলাই যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনে অন্য সবার সাথে অংশ নেয় ১৯ বছর বয়সী শিক্ষার্থী ইমাম হোসেনসহ তার বন্ধুরা। ভিডিও ফুটেজে দেখা যায়, খুব অল্প দূরত্ব থেকে নিরস্ত্র ইমাম হোসেনের উপর গুলি চালায় পুলিশ। যেখানে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানার ওসি নিজেও। ইমাম পুলিশের সন্তান বলার পরও রক্ষা পায়নি।

তাকে টেনে হিচড়ে হাসপাতালে নেয়ার চেষ্টা করে আরেক বন্ধু রাহাত। একটা পর্যায়ে পুলিশ রাহাতকেও গুলি করে। পরে বন্ধুর মরদেহ রেখেই জীবন রক্ষা করে রাহাত।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট