চট্টগ্রাম বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র আটক

অনলাইন ডেস্ক

১৭ আগস্ট, ২০২৪ | ১২:৪১ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের নিজ বাসা থেকে আওয়ামী লীগের সাবেক এমপি ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। যদিও পুলিশ সূত্রের দাবি- নিরাপত্তার খাতিরেই তাকে আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে নিয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) রাত ১১টায় সদর উপজেলা রুহিয়ায় নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

আটকের পর তাকে ঢাকা হেডকোয়ার্টারে নেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

জেলা ও উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, সাবেক এমপির রুহিয়ার নিজ বাসভবন থেকে ডিবির কিছু সংখ্যক সদস্য তাকে ঠাকুরগাঁও নিয়ে গেছেন। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডলও সঙ্গে ছিলেন।

এ বিষয়ে রমেশ চন্দ্র সেনের স্ত্রী অঞ্জলি রানী সেন জানান, কিছু লোক এসে জানাল তারা ঢাকা থেকে এসেছে। সাবেক এমপি বাসায় আছে কি না জিজ্ঞাসা করে তারা। পরে রুমে ঢুকে রমেশ চন্দ্র সেনকে তারা গাড়িতে তুলে নিয়ে যায়। তিনি শারীরিকভাবে অসুস্থ বলার পরেও তারা কোনো কথা শোনেননি বলে অভিযোগ করেন তার স্ত্রী।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল রমেশ চন্দ্রকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকার হেডকোয়ার্টার থেকে কয়েকটি গাড়িযোগে সাদা পোশাকে ডিবির সদস্যরা এসে তাকে নিয়ে গেছেন। আমরা তাদের সহযোগিতা করেছি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট