চট্টগ্রাম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আশফাকুল ইসলাম

অনলাইন ডেস্ক

১০ আগস্ট, ২০২৪ | ৫:২১ অপরাহ্ণ

আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন। শনিবার (১০ আগস্ট) সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘জানতে পেরেছি বিচারপতি মো. আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হবে। তবে এখনো এই বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।’

সুপ্রিম কোর্টের একটি সূত্র জানিয়েছে- এছাড়া প্রধান বিচারপতির পর আপিল বিভাগের আরও ৫ বিচারপতি আজই পদত্যাগ করতে পারেন।

এর আগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সুপ্রিম কোর্টের একটি সূত্র জানায়, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তার পদত্যাগ পত্রে বলেন, ‘সুপ্রিম কোর্ট ভবন এবং রেকর্ডসমূহ রক্ষা, কোর্ট প্রাঙ্গন রক্ষা, বিচারপতিদের বাড়ি–ঘর, জাজেজ টাওয়ার রক্ষা, বিচারপতিগণকে শারীরিক হয়রানি থেকে রক্ষা করা এবং জেলা জজ কোর্টগুলো ও রেকর্ড রুম সমূহ রক্ষার স্বার্থে আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো।’

প্রধান বিচারপতির পদত্যাগ পত্র আইন মন্ত্রণালয়ে পাঠানো হয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট