চট্টগ্রাম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

পুঁজিবাজারে রেকর্ড উত্থান

নিজস্ব প্রতিবেদক

৯ আগস্ট, ২০২৪ | ১১:০২ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর পরিবর্তনের হাওয়া বইছে পুঁজিবাজারে। টানা দুদিন বড় উত্থানের পর গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের রেকর্ড উত্থান ঘটেছে। এদিন এক লাফে ৩০৬ দশমিক ০২ পয়েন্ট বেড়েছে ডিএসইএক্স। ২০১৩ সালে এই সূচক চালুর পর একদিনে এটাই সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড। একইদিনে ৮৬১ দশমিক ৫১ পয়েন্ট বেড়েছে দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই। বাজার সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনে সরকার পতনের পর পুঁজিবাজার সংশ্লিষ্টরা ধারণা করছেন, দেশের সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানে কিছু সংস্কার করবে নতুন সরকার। এতে স্বস্তি ও বিশ্বাস ফিরে পেয়ে বাজারে ফিরছেন বিনিয়োগকারীরা। আর তাতে সূচকের পাশাপাশি বাড়ছে মূলধনও।

 

পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তনের বিষয়ে শান্তা সিকিউরিটিজ লিমিটেডের উপব্যবস্থাপক শ্যামল পোদ্দার বলেন, নতুন সরকারের কাছে বিনিয়োগকারীসহ সবার একটা প্রত্যাশা আছে। তাছাড়া শিক্ষার্থীদের আন্দোলনে বিজয়ের পর বাংলাদেশ ব্যাংকসহ সব স্থানে সংস্কার হচ্ছে। বিনিয়োগকারীদের ধারণা পুঁজিবাজারসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও একটা সংস্কার হবে। তাই সবাই নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে বাজারে ফিরছে। তবে এখন কম প্রাইসের শেয়ার কেনার প্রবণতা বেড়েছে।

 

গতকাল বৃহস্পতিবার বাজার পর্যালোচনা করে দেখা যায়, ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৩০৬ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯২৪ দশমিক ৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি বেড়েছে বাকি দুই সূচকও। বাকি দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ৫৫ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৪ দশমিক ৯১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১০ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩২ দশমিক ৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে ৩৯৮ টি কোম্পানি লেনদেনে অংশগ্রহণ করে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩৬৪ টির, কমেছে ২৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭ টির। ডিএসইতে সূচকের পাশাপাশি বেড়েছে শেয়ার হাতবদল ও লেনদেনের আর্থিক পরিমাণ। বুধবার ডিএসইতে হাতবদল হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৫১৯ টি শেয়ার। একই সময়ে লেনদেন হয়েছে ১ হাজার ৬০৬ কোটি ৪৭ লাখ টাকা। এর আগে সরকার পতনের পরের দুই কার্যদিবসে ৩৮৯ দশমিক ৯৬ পয়েন্ট বেড়েছে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স।

 

অন্যদিকে দেশের অন্য পুঁজিবাজার সিএসইতেও বৃহস্পতিবার বড় উত্থান ঘটেছে সবকটি সূচকের। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৬১ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৭৯৯ দশমিক ৭৬ পয়েন্টে অবস্থান করছে। অন্যান্য সূচকের মধ্যে সিএসসিএক্স ৫২২ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ১৩২ দশমিক ০১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৭০ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২৯ দশমিক ৫৩ পয়েন্টে, সিএসআই সূচক ৪৫ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬ দশমিক ৮৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই-৩০ সূচক ৭২৪ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার দশমিক ৩৬৯ দশমিক ৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ২৮৫ টি কোম্পানি লেনদেনে অংশগ্রহণ করে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৪৪ টির, দাম কমেছে ৩১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০ টির। এদিন সিএসইতে ২২ কোটি ৬৮ লাখ টাকায় ৮ হাজার ৭৬৩ টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর আগে সরকার পতনের পরের দুই কার্যদিবসে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১ হাজার ১২ দশমিক ২ পয়েন্ট।

পূর্বকোণ/এসএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট