চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ

৯ অক্টোবর, ২০১৯ | ৩:২০ পূর্বাহ্ণ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি, সরকারের পদত্যাগ, অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে আগামী ১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর মতিঝিলে গণফোরামের অফিসে সমন্বয় কমিটির প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঐক্যফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হবে।-বাংলানিউজ
সংগঠনের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় ও জগলুল হায়দার আফ্রিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নেতা ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সহ-সভাপতি নবী উল্লা নবী, ঢাকা উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান মিহির, গণফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম, জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, গণদলের সভাপতি এ টি এম গোলাম মাওলা চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সভাপতি নুরুল হুদা মিলু চৌধুরী, নাগরিক ঐক্যের নেতা মোফাখারুল ইসলাম নবাব, বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমিরি বেগম ছন্দা, দপ্তর সম্পাদক মাহবুব মোর্শেদ হেলাল, গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার প্রমুখ।
সভায় বক্তারা আগামী ১৩ অক্টোবর বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঐক্যফ্রন্টের এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা সফল করার বিষয়ে বক্তব্য রাখেন। তারা দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট