চট্টগ্রাম বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

খুলেছে গার্মেন্টস, যা বললেন পোশাক শ্রমিকরা

অনলাইন ডেস্ক

৭ আগস্ট, ২০২৪ | ৭:৫৪ অপরাহ্ণ

চালু হয়েছে গার্মেন্টস ফ্যাক্টরি। বুধবার (৭ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকার পোশাক শ্রমিকদের কাজে যেতে দেখা গেছে।

 

কয়েকজন পোশাক শ্রমিকের সঙ্গে কথা হলে তারা জানান, শেখ হাসিনার পতনের পর বুধবার থেকেই তাদের প্রথম কাজ শুরু হলো। অন্তর্বর্তী সরকার এলে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি কমবে বলে আশা তাদের।

ভিশন অ্যাপারেলসের পোশাক শ্রমিক স্বপ্না বলেন, অনেকদিন পর কাজে যোগদান করছি। খুব ভালো লাগছে।

 

জকি গার্মেন্টস লিমিটেড শ্রমিক রফিক মিয়া বলেন, আমরা আশা করবো দেশ যেই চালাক না কেন, আমরা যাতে খেয়ে বাঁচতে পারি।  

 

ডায়না গার্মেন্টস লিমিটেডের শ্রমিক সুমাইয়া বিশ্বাস বলেন, অনেক কষ্ট করেছি। এখন একটু সুখের মুখ দেখতে চাই। আশা করি, দেশের দায়িত্বে যারা আসবেন তারা জনগণের কথা চিন্তা করবেন।

 

গত কয়েকদিন ধরে চলা বৈষম্যবিরোধী আন্দোলনের এক দফা দাবির মুখে সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করেন শেখ হাসিনা। পরে, বেলা আড়াইটার দিকে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন তিনি। এরপর সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান বলেন, খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট