চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ আরও ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

২৬ জুলাই, ২০২৪ | ৪:৪৪ অপরাহ্ণ

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় রাজধানী ঢাকায় চিকিৎসাধীন এক শিক্ষার্থীসহ আরও দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) ভোর ৪টার দিকে মারা যান রাজধানীর রামপুরা এলাকায় গুলিবিদ্ধ ছাত্র ইমতিয়াজ আহমেদ ডালিম (২০) ও বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় মারা যান যাত্রাবাড়ী রায়েরবাগে গুলিবিদ্ধ মাইনুদ্দিন (২৫)।

নিহত ইমতিয়াজের বাবা নওশের আলী জানান, তাদের বাড়ি যশোর জেলার ঝিকড়গাছা উপজেলায়। ইমতিয়াজ তেজগাঁওয়ে অবস্থিত সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ত। থাকত রামপুরার বনশ্রী এলাকায়। গত ১৯ জুলাই ইমতিয়াজ রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হয়। পরে পথচারীরা তাকে হাসপাতালে ভর্তি করে। দুই ভাই-বোনের মধ্যে সে ছিল বড়।

নিহত মাইনুদ্দিনের মা মাহফুজা বেগম জানান, ‌তাদের বাড়ি গোপালগঞ্জ সদরে। তার ছেলে মাইনুদ্দিন স্ত্রী মায়মুনা আক্তারকে নিয়ে যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকায় থাকত। সেখানে একটি মাদ্রাসায় পড়াশোনা করত এবং টিউশনের সঙ্গে যুক্ত ছিল। গত ২১ জুলাই মাইনুদ্দিন রায়েরবাগ এলাকায় গুলিবিদ্ধ হয়।

দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া ইমতিয়াজ । তিনি জানান, নিহত ইমতিয়াজ ঊরুতে দুটি ও মাইনুদ্দিন পিঠ ও গলায় গুলিবিদ্ধ হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট