চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

তোমরা অধৈর্য হয়ো না : বুয়েট ভিসি

নিজস্ব প্রতিবেদক

৮ অক্টোবর, ২০১৯ | ৭:০১ অপরাহ্ণ

আবরার হত্যার দুদিন পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সামনে এলেন উপাচার্য  অধ্যাপক ড. সাইদুল ইসলাম। আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এসেই তিনি ঘোষণা দেন, আমি তোমাদের পাশেই আছি, তোমরা অধৈর্য হয়ো না।

আবরার হত্যার দুদিন পর বুয়েটের প্রশাসনিক ভবনের সামনে আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় আন্দোলনরত শিক্ষার্থীদের মুখোমুখি হন উপাচার্য।

এ সময় উপাচার্য হ্যান্ডমাইকে বলেন,  নীতিগতভাবে তোমাদের দাবিগুলো প্রায় মেনে নিচ্ছি আমরা। এখানে কোন অসুবিধা থাকলে সেটা দূর করতে হবে। আমার হাতে দাবির সবকিছু নেই।

কোন দাবি উপাচার্যের হাতে আছে শিক্ষার্থীরা তা জানতে চাইলে উপাচার্য বলেন, এটাও আলোচনা করতে হবে। আলোচনা না করলে হবে না। নীতিগতভাবে আমি তোমাদের পূর্ণ সমর্থন দিচ্ছি।

এছাড়াও দোষীদের বিরুদ্ধে শাস্তি হবেও বলে জানান তিনি। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস, পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট