চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

র‌্যাবের অভিযানে মিলল খালেদের ভয়ঙ্কর টর্চার সেল

অনলাইন ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০১৯ | ১১:৩১ অপরাহ্ণ

অবৈধভাবে ক্যাসিনো চালানোয় গ্রেপ্তার ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার ভয়ঙ্কর এক টর্চার সেলের সন্ধান পেয়েছে র‌্যাব-৩। র‌্যাব কর্মকর্তারা বলছেন, কেউ চাঁদা দিতে না চাইলেই এখানে নিয়ে তাদের ইলেকট্রিক শক মেশিন দিয়ে শক দেওয়া হতো। গতকাল বুধবার গভীর রাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশনের উল্টো দিকে ইস্টার্ন কমলাপুর টাওয়ারে খালেদের এই টর্চার সেলের সন্ধান পায় র‌্যাব-৩ এর একটি দল।

র‌্যাব জানায়, টর্চার সেলে নির্যাতনের অনেক ধরনের সরঞ্জাম রয়েছে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে টর্চার সেলে এই সরঞ্জাম ব্যবহার করে নির্মম নির্যাতন চালাতো খালেদ। টর্চার সেল থেকে ২টি ইলেকট্রিক শক মেশিন, ৫টি লাঠি, ২টি ল্যাপটপ, ৩টি মোবাইল, ১৯০পিস ইয়াবা, ৫টি বিয়ার ক্যান, ১.৫ কেজি সীসা খাওয়ার কয়লা, নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল শফিউল্লাহ বুলবুল বলেন, খালেদের টর্চার সেলে অভিযান চলমান রয়েছে। এখানে যা দেখছি লোম শিউরে ওঠার মতো অবস্থা।

 

 

পূর্বকোণ/ এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট