চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির চেষ্টা

জয়নালের ৩ দিন ও দুই জনের ১ দিন রিমান্ড মঞ্জুর

আদালত প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০১৯ | ২:২৮ পূর্বাহ্ণ

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির চেষ্টা ও নির্বাচন কমিশনের ল্যাপটপ গায়েব হওয়ার মামলায় চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয়ের পিওন জয়নালসহ ৩ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহ্নাজ রহমান এ নির্দেশ দেন। জয়নালের ৩ দিন, তার সহযোগী বিজয় দাশ ও তার বোন সীমা দাশের ১ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে বলে পূর্বকোণকে জানান মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমেদ।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট অভিযুক্তদের ৭ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানিশেষে আদালত উপরিউক্ত রিমান্ড আদেশ দেন। রোহিঙ্গা শরণার্থীকে টাকার বিনিময়ে ভোটার করার ঘটনা ধরা পড়লে বিজয়দাশসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ডবলমুরিং থানা নির্বাচনী কর্মকর্তা পল্লবী দাশ। গ্রেপ্তার তিনজনকে গতকাল আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। শুনানিশেষে আদালত দুইজনের ১ দিন ও ১ জনের তিনদিন রিমান্ড মঞ্জুর করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট