চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিকাল চারটার মধ্যে ছাত্রদলের কাউন্সিলরদের ঢাকায় থাকার নির্দেশ

অনলাইন ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০১৯ | ৩:১০ অপরাহ্ণ

ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিলের ৫৬৬ জন কাউন্সিলরকে বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকাল চারটার মধ্যে ঢাকায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনটির কাউন্সিল প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিএনপির নেতাদেরও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত হয়। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আদালতের নির্দেশে স্থগিত ছাত্রদলের কাউন্সিল নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠকে বসেন সাবেক নেতারা। সেই বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে লন্ডন থেকে স্কাইপ এ যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সূত্র জানায়, বৈঠ‌কের পর রাতেই ফোন ক‌রে সারাদে‌শের কাউন্সিলরদের ঢাকায় আসতে বলা হয়ে‌ছে। তারা ঢাকায় এলে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বৈঠক করে ছাত্রদলের কাউন্সিলের পরবর্তী তারিখসহ অন্যান্য করণীয় ঠিক করা হবে।

ছাত্রদলের কাউন্সিল উপলক্ষে গঠিত যাচাই-বাছাই কমিটির সদস্য বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রদলের সকল কাউন্সিলরকে বুধবার বিকাল চারটার মধ্যে ঢাকায় থাকতে বলা হয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আদালতসহ বিভিন্ন বিষয় আছে। তাই তাদের ঢাকায় থাকতে বলা হয়েছে।’

ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির তফসিল অনুযায়ী, ১০টি সাংগঠনিক বিভাগের ১১৬টি শাখায় মোট ৫৬৬ জন ভোটার (কাউন্সিলর) রয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগের ৯টি শাখায় ৪৫ ভোট, ঢাকা বিভাগের ২৯টি শাখায় ১৩৮ ভোট, চট্টগ্রাম বিভাগের ১২টি শাখায় ৫৮ ভোট, কুমিল্লা বিভাগের ৬টি শাখায় ৩০ ভোট, খুলনা বিভাগের ১৪টি শাখায় ৭০ ভোট, ময়মনসিংহ বিভাগের ৯টি শাখায় ৪৫ ভোট, রাজশাহী বিভাগের ১১টি শাখায় ৫২ ভোট, সিলেট বিভাগের সাতটি শাখায় ৩৫ ভোট, রংপুর বিভাগের ১৩টি শাখায় ৬৩ ভোট ও ফরিদপুর বিভাগের ছয়টি শাখায় ৩০ ভোট রয়েছে।

পূর্বকোণ/পলাশ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট