চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ড. কালাম স্মৃতি পদক গ্রহণ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা অফিস

১৭ সেপ্টেম্বর, ২০১৯ | ২:০৫ পূর্বাহ্ণ

ভারতের প্রয়াত রাষ্ট্রপতি ও বিশিষ্ট বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রতি সম্মান জানিয়ে ভারতে চালু করা ‘ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯’ তুলে দেওয়া হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। গতকাল সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ড. কালাম আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদের পৃষ্ঠপোষক এবং চেয়ারম্যন রাষ্ট্রদূত শ্রীনিবাসন শেখ হাসিনার হাতে এ পদক তুলে দেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলার জন্য তাঁর অসামান্য অবদান, জনকল্যাণ বিশেষত নারী ও শিশুদের কল্যাণে বিশেষ অবদান রাখা এবং আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেন, ‘গত এক দশকে বাংলাদেশ ভারত সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছুছে। আমরা বিশ্বাস করি, প্রতিবেশী দেশের সঙ্গে সমস্যা থাকতে পারে তবে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক থাকলে সকলেরই উন্নয়ন সম্ভব হয়।’ প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধানও সম্ভব। ড. কালাম স্মৃতি আন্তর্জাতিক উপদেষ্টা কমিটি শেখ হাসিনাকে এই পদকের জন্য মনোনীত করে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট