চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধ’:  আট মামলার আসামি নিহত

অনলাইন ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০১৯ | ১০:৫৫ পূর্বাহ্ণ

রাজবাড়ীতে পুলিশের সঙ্গে তথাকথিত বন্দুকযুদ্ধে আট মামলার আসামি আব্দুর রহিম মোল্লা (৩৮) নিহত হয়েছেন। রবিবার (১৫ সেপ্টেম্বর) ভোর রাতে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে চন্দনী ইউনিয়নের কালীবাড়ী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রহিম ধুলদিজয়পুর গ্রামের হাসমতের ছেলে। নিহত রহিম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ৮টি মামলা রয়েছে বলে দাবি পুলিশের।

রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে রহিম ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দিনগত রাত আড়াইটার দিকে তাকে নিয়ে পুলিশ রাজবাড়ীর চন্দনী ইউপির কালিবাড়ি এলাকায় যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রহিম ডাকাতের দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রহিম ডাকাতকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেও জানান ওসি স্বপন কুমার মজুমদার।

 

 

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট