চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বারের লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণদের দিতে হবে না এবার এমসিকিউ

অনলাইন ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০১৯ | ৫:৩২ অপরাহ্ণ

এবার আইনজীবী তালিকাভুক্তির জন্য ২০১৭ সালের লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণদের আর এমসিকিউ (নৈর্ব্যক্তিক প্রশ্ন) পরীক্ষা দিতে হবে না। এক বিজ্ঞপ্তিতে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল এই সিদ্ধান্ত জানিয়েছেন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন সচিব (জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বার কাউন্সিলের গত ১২ সেপ্টেম্বরের এক সভায় এ সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী যেসব পরীক্ষার্থী ২০১৭ সালে এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং পরবর্তীতে লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন তাদের আসন্ন এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। তারা শুধু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

২০১৭ সালের ২১ জুলাই এমসিকিউ পরীক্ষায় প্রায় ৩৪ হাজার ২শ’ জন অংশ নিয়েছিলেন। পরদিন ২২ জুলাই দেয়া ফলাফলে এমসিকিউ পরীক্ষায় মোট ১১ হাজার ৮৪৬ জন উত্তীর্ণ হয়েছিলেন। পরে ১৪ অক্টোবর তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। ২০১৮ সালের ৪ জুন দেয়া ফলাফলে লিখিত পরীক্ষায় আট সহস্রাধিক পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

একই বছরের ২৩ ডিসেম্বর মৌখিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট