চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ঝগড়ার জের নিজ-কন্যা সন্তান রেখে পালালো বাবা-মা

অনলাইন ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০১৯ | ১:১৮ অপরাহ্ণ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক মেয়ে নবজাতককে রেখে তার মা-বাবা পালিয়েছেন বলে জানা গেছে। শিশুটি বর্তমানে নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) ভর্তি আছে। তবে সে সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে ঢামেক হাসপাতালে সিজারের মাধ্যমে ওই শিশুর জন্ম হয়। তবে শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত থেকে শিশুটির মা-বাবাকে খুঁজে পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। জানা যায়, শিশুটি জন্মের পর থেকেই ১০৬ নম্বর ওয়ার্ডের অতিরিক্ত বিছানায় চিকিৎসাধীন ছিল। নবজাতকটির সঙ্গে তার বাবা ও মা ছিলেন। ওই বেডের পাশে থাকা রোগীর স্বজনরা জানান, মা-বাবার ঝগড়ার জের ধরে তারা নবজাতকটিকে হাসপাতালে রেখে চলে গেছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতালে ভর্তি রেজিস্ট্রার সূত্রে তিনি জানান, নবজাতকটির মায়ের নাম নাহার, বাবার নাম রাসেল। তাদের বাসা রাজধানীর মিরপুরে। আজ (১৫ সেপ্টেম্বর) শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলে জানান ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাছির উদ্দিন। তিনি আরো জানান, শিশুটির যদি কোনো অভিভাবক না আসে, তাহলে সমাজকল্যাণের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে তাকে ছোটমনি নিবাসে দিয়ে দেয়া হবে।

 

 

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট