চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

১৭৭ বিদ্রোহীর ঠিকানায় পাঠানো হল আ. লীগের শোকজ নোটিশ

নিজস্ব প্রতিবেদক হ ঢাকা অফিস

১৪ সেপ্টেম্বর, ২০১৯ | ২:৩৯ পূর্বাহ্ণ

সম্প্রতি পাঁচ ধাপে শেষ হওয়া উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থীকে সমর্থন না দিয়ে বিদ্রোহী হিসেবে যারা নির্বাচনে অংশ নিয়েছিলেন এমন ১৭৭ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুধুমাত্র দলীয় পদধারী নেতাদেরই প্রথম দফায় শোকজ লেটার পাঠনো হয়েছে। এই তালিকায় এমন কয়েকজনের নাম রয়েছে, যারা বিগত ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন করেছিলেন। আওয়ামী লীগের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানম-ির রাজনৈতিক দপ্তর সূত্রে জানা গেছে, কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না জানতে চেয়ে ১৭৭ জন পদধারী নেতার ঠিকানায় গত কয়েকদিনে ডাকযোগে এ সব কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। চিঠিতে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব দিতে না পারলে অভিযুক্ত নেতারা দলীয় পদসহ স্থায়ীভাবে বহিষ্কার হতে পারে। জানা গেছে, পর্যায়ক্রমে নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থীদের সমর্থন ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, এমন নেতাদের মধ্যে বর্তমান ও সাবেক এমপি, উপমন্ত্রী এবং মন্ত্রীর নামেও পরবর্তীতে শোকজ লেটার পাঠানো হবে। অভিযোগ রয়েছে, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগেরই প্রায় দুশ নেতা নৌকার বিপক্ষে নির্বাচন করেন। এর সঙ্গে নৌকার প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগ ওঠে প্রায় অর্ধশত দলীয় সংসদ সদস্য, মন্ত্রী ও কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে। তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে অনেকটা একতরফা এই নির্বাচনেও নৌকার প্রার্থীরা হেরেছে বলে অভিযোগ রয়েছে। গত ১২ জুলাই অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে ‘বিদ্রোহী’ ও তাদের মদদদাতাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। জানা গেছে, গত সোমবার থেকে উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের ঠিকানা বরাবর শোকজ চিঠি পাঠানো শুরু করে আওয়ামী লীগ। প্রথম দিনে পাঁচ বিভাগে

শতাধিক নেতার স্থায়ী ঠিকানা বরাবর রেজিস্ট্রি ডাকযোগে চিঠি পাঠানো হয়েছে। পরদিন মঙ্গলবার সরকারি ছুটি থাকায় চিঠি পাঠানো হয়নি। তার পরদিন গত বুধবার বাকি তিন বিভাগের নেতাদের বরাবর চিঠি পাঠায় আওয়ামী লীগ। তবে শোকজ তালিকায় আপাতত নৌকাবিরোধী ও বিদ্রোহী প্রার্থীদের মদদদাতা মন্ত্রী, এমপি ও প্রভাবশালী নেতাদের নাম নেই। পরে তাদের নামেও শোকজ চিঠি পাঠানো হবে বলে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট