চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মন্ত্রী, এমপিসহ ১৭৭ জনের বিরুদ্ধে শোকজ

অনলাইন ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০১৯ | ৭:১১ অপরাহ্ণ

উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থীকে সমর্থন না দিয়ে বিদ্রোহী হিসেবে যারা নির্বাচনে অংশ নেয়া ১৭৭ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের স্থানীয় কোন্দলের কারণে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে ও গোপনে দলীয় প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেন বহু পদধারী নেতা। আওয়ামী লীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে,শুধুমাত্র দলীয় পদধারী নেতাদেরই প্রথম দফায় শোকজ লেটার পাঠনো হয়েছে।

কেন স্থায়ী বহিষ্কার করা হবে না জানতে চেয়ে ১৭৭ জন পদধারী নেতার ঠিকানায় ডাকযোগে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। চিঠিতে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। শোকজ লেটার ইস্যু হওয়া নেতাদের মধ্যে বর্তমান ও সাবেক এমপি, উপমন্ত্রী এবং মন্ত্রীর নামও রয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি দলের যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে কয়েক দফা বৈঠক করে বিষয়টি চূড়ান্ত করেন।

উল্লেখ্য, গত পাঁচ দফা উপজেলা নির্বাচনে ৪৭৩টি উপজেলার মধ্যে ১৪৯টিতে চেয়ারম্যান পদে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা। এর মধ্যে ১৪৩ জনই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট