চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ৬ জেলে নিখোঁজ, উদ্ধার ২৯

অনলাইন ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০১৯ | ৫:১৪ অপরাহ্ণ

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে এফবি আল-ছাত্তার ও এফবি পূর্ণিমা নামে দুটি মাছ ধরার ট্রলার ডুবির কয়েক ঘণ্টা পর ভাসমান অবস্থায় ২৯ জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো ট্রলারসহ নিখোঁজ রয়েছে আরো ৬ জেলে। আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

উদ্ধার হওয়া এফবি আল-ছাত্তার ট্রলারের মাঝি মোহাম্মদ ফাইজুল জানান, আবহাওয়া খারাপ দেখে তীরে আসার পথে পায়রা বন্দর থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের গভীর তাদের ট্রলারটি ডুবে যায়। তাদের মধ্যে ১২ জনকে ভাসমান অবস্থায় এফবি অনিমা ট্রলারের মাঝি ইলিয়াস খান উদ্ধার করে পাথরঘাটা মৎস্য বন্দরে নিয়ে আসেন। নিখোঁজ জেলেরা হলেন; ফায়েক (২৮), মনির (১৭), হানিফা (১৭), সঞ্জয় (৩০), আনোয়ার (৪৬), বাদশাহ (৩৫)। তাদের সবার বাড়ি পিরোজপুর জেলায় পারেরহাট এলাকার বিভিন্ন এলাকায়।উদ্ধারকৃতরা হলেন; মাঝি ফাইজুল, সিদ্দিক, আল আমিন, শাহ আলম, ইদ্রিস, ইদ্রিস, পান্না, ঈমান আলী, নুরুল ইসলাম, হেমায়েত, শাহাদাত ও সাদ্দাম,

এর আগে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বঙ্গোপসাগরের গঙ্গামতির দক্ষিণে মাছ ধরার সময় ১৮ জেলে নিয়ে ঝড়ের কবলে পড়ে পিরোজপুরের পাড়েরহাটের ইকবালের মালিকানাধীন ট্রলার এফবি আল-ছাত্তার। পরে সন্ধ্যার দিকে ১৭ জন জেলেসহ পিরোজপুরের নিমাই বাবুর মালিকানাধীন এফবি পূর্ণিমা ট্রলার ডুবে যায়। আবহাওয়া খারাপ হওয়ায় উদ্ধারের কাজে সময় লাগছে বলে জানিয়েছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। পাথরঘাটা দক্ষিণ স্টেশন কোস্টগার্ড স্টেশন কমান্ডার শাহ্ জামাল জানান, চট্টগ্রাম থেকে আসা কোস্টগার্ডের উদ্ধার জাহাজ কামরুজজামান উদ্ধার কাজ চালাচ্ছে।

 

 

 

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট