চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘নিজের গায়ে আগুন দিয়েছিলেন দুদক পরিচালকের স্ত্রী’

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০১৯ | ৫:৫২ অপরাহ্ণ

রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের বাসায় অগ্নিদগ্ধ হয়ে তানিয়া ইশরাত নামের এক গৃহবধূ মারা গেছেন। তানিয়া ইশরাত দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মোহাম্মদ ইউসুফের স্ত্রী। পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার নাবিদ কামাল শৈবাল গণমাধ্যমকে জানান, বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে তানিয়া ইশরাত নিজের গায়ে আগুন দেন। পরে দগ্ধ অবস্থায় তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় তিনি মারা যান।

উপ-কমিশনার নাবিদ কামাল জানান, তানিয়া ইশরাত মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। এ নিয়ে তানিয়া ইশরাতের পরিবারের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

প্রসঙ্গত, দুদক পরিচালক ইউসুফ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকাকালীন সেখানকার অনিয়ম রোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করে আলোচনায় আসেন তিনি। পরে তাকে দুদক পরিচালক করা হয়।

 

 

 

 

 

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট