চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

জামিন পেলেন মির্জা ফখরুল ও আমির খসরু, মুক্তিতে বাধা নেই

অনলাইন ডেস্ক

১৪ ফেব্রুয়ারি, ২০২৪ | ৫:৩৭ অপরাহ্ণ

প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জামিন পেয়েছেন।

 

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

 

তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা ফখরুলের নামে ১১টি ও আমীর খসরু নামে ১০টি মামলার মধ্যে সবকটিতেই জামিন হওয়ায়, কারাগার থেকে মুক্তিতে আর কোনো বাধা থাকল না তাদের।

 

এর আগে ৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে তারা জামিন চেয়ে আবেদন করেন। পরে শুনানি শেষে এ জামিন আবেদনের শুনানির জন্য ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত। এদিন তারা জামিন পেলেন।

 

গত ১ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রমনা থানায় করা এক মামলায় জামিন নামঞ্জুর করে মির্জা ফখরুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এর আগে ৩১ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে এ জামিনের আবেদন করেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। এ মামলার নথি মহানগরে সিআরমিস শুনানির জন্য থাকায় বিচারক মামলার নথি প্রাপ্তি সাপেক্ষে এ বিষcW শুনানি অনুষ্ঠিত হবে বলে আদেশ দেন।

 

গত বছরের ২৮ অক্টোবরের পর মির্জা ফখরুলের বিরুদ্ধে মোট ১১টি মামলা করা হয়। এরমধ্যে ১০ মামলায় তিনি জামিন পান।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট