১১ সেপ্টেম্বর, ২০১৯ | ৮:১৭ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
রাত সাড়ে ১০টার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন থেকে কোনো শিক্ষার্থী অবস্থান করতে পারবেন না বলে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের বেলা অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘঠিত হচ্ছে। তাই নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত ১০টা ৩০ মিনিটের পর ছাত্র-ছাত্রীদের অবস্থান না করার নির্দেশ প্রদান করা হলো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর সংশ্লিষ্ট বিষয়টি তদারকি করবেন।’
পূর্বকোণ/আল-আমিন
The Post Viewed By: 225 People