চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রোহিঙ্গাদের পাসপোর্ট-জন্মসনদ তৈরিতে সহায়তাকারী চক্রের ৬ জন আটক

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর, ২০১৯ | ৬:৫১ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গাদের নামে পাসপোর্ট ইস্যু করার ঘটনায় ছয় জনকে আটক করেছে র‌্যাব। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ এলাকার পাসপোর্ট অফিসে এ অভিযান চালানো হয়।

মহিউউদ্দিন ফারুকী জানান, ‘পাসপোর্টে অফিসের পাশের ফটোস্ট্যাটের দোকানে অভিযান পরিচালনা করে র‌্যাব। সেখান থেকে অন্তত ২৫ হাজার ভুয়া নাগরিক সনদ জব্দ করেন। রোহিঙ্গাদের নামে ইস্যু হওয়া অন্তত ১২-১৩টি পাসপোর্ট পেয়েছেন তারা। আরও অসংখ্য ভুয়া ঠিকানার কাগজপত্রও পেয়েছেন। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।’

মহিউউদ্দিন ফারুকী বলেন, ‘আটককৃত ছয় জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাসপোর্ট তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। তবে  কোনও রোহিঙ্গাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ সময় ২৫ হাজারেরও বেশি নাগরিক সনদ জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও একাধিক রোহিঙ্গাকে চট্টগ্রাম ও নোয়াখালীতে জাল কাগজপত্র দিয়ে পাসপোর্ট নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে কারাগারে রয়েছে তারা।

 

 

 

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট