চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

অভিজিৎ হত্যা মামলায় প্রথম দিনে কোনও সাক্ষী হাজির হয়নি

অনলাইন ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০১৯ | ৫:২৪ অপরাহ্ণ

ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের প্রথম দিন কোনও সাক্ষী আদালতে হাজির হয়নি। বুধবার (১১ সেপ্টেম্বর) এ অবস্থায় রাষ্ট্রপক্ষ সময় চেয়ে আবেদন করেন। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান তা মঞ্জুর করে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ অক্টোবর দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার রুহুল আমিন এই তথ্য জানিয়েছেন।

এর আগে গত ১ আগস্ট ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তারা হলো মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, মো. আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহা (৩৪), মো. আরাফাত রহমান (২৪), শাফিউর রহমান ফারাবী (২৯), সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া এবং আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান ওরফে হাসিবুল ওরফে আবদুল্লাহ।

গত ১১ এপ্রিল ঢাকা সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে এই ৬ জনের বিরুদ্ধে ওই চার্জশিট দেওয়া হয়। ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান তা গ্রহণ করেন।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে হত্যা করা হয়।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট