চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

কাল থেকে হিলি দিয়ে আসতে পারে ভারতের পেঁয়াজ

অনলাইন ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২৩ | ৮:১৪ অপরাহ্ণ

গত ৭ ডিসেম্বর পর্যন্ত হওয়া এলসিগুলোর বিপরীতে টেন্ডার করা পেঁয়াজ রফতানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এতে আগামীকাল সোমবার (১৮ ডিসেম্বর) থেকেই দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পূর্বের টেন্ডার করা পেঁয়াজ দেশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এতে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়ার পাশাপাশি দামও কমতে পারে। সেই সঙ্গে পুরোনো সব এলসির পেঁয়াজ রফতানির অনুমোদনসহ পেঁয়াজ রফতানিতে আরোপিত নিষেধাজ্ঞা ভারত প্রত্যাহার করে নিতে পারে বলেও জানিয়েছেন আমদানিকারকরা।

 

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে আমরা ভারত সরকার নির্ধারিত বাড়তি মূল্যেই পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছিলাম। এর মধ্যেই নতুন করে পেঁয়াজের উৎপাদন ব্যাহত হওয়ায় অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকটের অজুহাত দেখিয়ে গত ৭ ডিসেম্বর হঠাৎ ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। এতে ৭ তারিখের আগে হওয়া আমাদের অনেকের পেঁয়াজের এলসি দেওয়া থাকলেও সেই পেঁয়াজ আটকা পড়ে। 

 

তিনি বলেন, এমনকি আগের টেন্ডার করা পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। যার কারণে আমরা ক্ষতির মুখে পড়ে যাই। আমরা এর পর থেকেই আগের টেন্ডার করা পেঁয়াজ রফতানির অনুরোধ জানিয়ে আসছিলাম ভারতীয় ব্যবসায়ীদের। সেই সঙ্গে পুরোনো এলসিগুলোর পেঁয়াজ রফতানির দাবি জানিয়ে আসছিলাম। ইতিমধ্যেই আগের টেন্ডার করা পেঁয়াজগুলো রফতানির সিন্ধান্ত নিয়েছে ভারত।

 

ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্ট অনিল কুমার বলেন, গত ৭ ডিসেম্বর পেঁয়াজ রফতানির ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার। সেই তারিখ পর্যন্ত যেসব পেঁয়াজের টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছিল, সেই সব পেঁয়াজ বোঝাই রফতানির অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যেই মোহিদিপুর বন্দরের ক্ষেত্রে আগের টেন্ডার করা পেঁয়াজ রফতানির বিষয়ে অনুমোদন হয়েছে। তবে হিলি স্থলবন্দরের ক্ষেত্রে এখনও অনুমোদন হয়নি। তবে আগামীকাল এ সংক্রান্ত অনুমোদন মিলতে পারে। সে ক্ষেত্রে আগামীকাল সোমবার বা মঙ্গলবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আগের টেন্ডার করা পেঁয়াজগুলো রফতানি শুরু হতে পারে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট