চট্টগ্রাম মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

সর্বশেষ:

বড় পরিবর্তন ট্রেনের সূচিতে

মিজানুর রহমান 

১৭ নভেম্বর, ২০২৩ | ৯:৫২ অপরাহ্ণ

প্রায় চার বছর পর নতুন ওয়ার্কিং টাইম টেবিল বাস্তবায়ন করতে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবারের টাইম টেবিলেও বড় পরিবর্তন আনা হয়েছে ট্রেনের সূচিতে। কেবল চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন রুটে চলাচল করা ১০ জোড়া আন্তঃনগর ট্রেনের মধ্যে ৬টির সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

 

আগামী ১ ডিসেম্বর থেকে নতুন সূচিতে এসব ট্রেন চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নতুন সূচি চূড়ান্ত করে সে অনুযায়ী টিকিট বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজারের কাছে চিঠি দিয়েছে চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের কার্যালয়। এরপরপরই বিষয়টি কার্যকরে গত বুধবার বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছেন পূর্বাঞ্চলের এসিসট্যান্ট চিফ কমার্শিয়াল ম্যানেজার খলিলুর রহমান।

 

সূত্র জানায়- ঢাকা-চট্টগ্রাম রুটের চট্টলা এক্সপ্রেস এখন সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। নতুন সূচিতে ছাড়বে সকাল ৬টায়। অর্থাৎ আড়াই ঘণ্টা এগিয়ে আনা হয়েছে যাত্রার সময়। এখন ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে আসে দুপুর ১টায়। নতুন সূচিতে আসবে দুপুর ১টা ৪৫ মিনিটে। এতোদিন এ ট্রেনের সপ্তাহিক বন্ধ মঙ্গলবার থাকলেও নতুন সূচিতে সেটি শুক্রবার রাখা হয়েছে।

 

অন্যদিকে এ রুটের বিরতিহীন ট্রেন ‘সোনার বাংলা’এখন বিকাল ৫টায় ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। নতুন সূচিতে ছাড়বে ৪টা ৪৫ মিনিটে। ১৫ মিনিট এগিয়ে আনা হয়েছে ট্রেনযাত্রার সময়। এখন এ ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে আসে সকাল ৭টায়। নতুন সূচিতেও আসবে সকাল ৭টায়। ‘সোনার বাংলা’র সূচিতে পরিবর্তন আনা হলেও সপ্তাহিক বন্ধ আগের মতোই রাখা হয়েছে।

 

ঢাকা-চট্টগ্রাম রুটের অন্য ৪ জোড়া ট্রেন- সুবর্ণ এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, মহানগর গৌধুলী এবং তূর্ণা আগের মতোই যথাক্রমে সকাল সাড়ে ৭টায়, দুপুর সাড়ে ১২টায়, বিকাল ৩টায় এবং রাত সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে যাবে। একইভাবে বিকাল সাড়ে ৪টায় সুবর্ণ, রাত ৯টা ২০ মিনিটে মহানগর এক্সপ্রেস, সকাল ৭টা ৪৫ মিনিটে মহানগর প্রভাতী এবং রাত ১১টা ১৫ মিনিটে তূর্ণা ঢাকা ছেড়ে আসবে।

 

চট্টগ্রাম-সিলেট রুটের পাহাড়িকা এক্সপ্রেস এখন সকাল ৭টা ২০ মিনিটে সিলেটের উদ্দেশ্যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। নতুন সূচিতে ছাড়বে সকাল ৭টা ৫০ মিনিটে। ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে যাত্রার সময়। এখন ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে সিলেট রেলওয়ে স্টেশন ছেড়ে আসে সকাল ১০টা ১৫ মিনিটে। নতুন সূচিতে আসবে ১৫ মিনিট পর। এতোদিন এ ট্রেনের সপ্তাহিক বন্ধ শনিবার থাকলেও নতুন সূচিতে সেটি বুধবার রাখা হয়েছে।

 

সময় সূচিতে পরিবর্তন আনা হয়েছে চট্টগ্রাম-সিলেট রুটের আরেক ট্রেন- উদয়ন এক্সপ্রেসেরও। এখন এটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় রাত ৯টা ৪৫ মিনিটে। নতুন সূচিতেও ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। তবে এখন এ ট্রেন সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে এলেও নতুন সূচিতে ট্রেনটি রাত ১০টায় চট্টগ্রামের উদ্দেশ্যে সিলেট রেলওয়ে স্টেশন ছেড়ে আসবে। অর্থাৎ ট্রেনটি সিলেট ছাড়বে দেড় ঘণ্টা পর।

 

চট্টগ্রাম-চাঁদপুর রুটের একমাত্র আন্তঃনগর ট্রেন মেঘনা এক্সপ্রেস। এখন ট্রেনটি বিকাল ৫টা ১৫ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। নতুন সূচিতে এটি ছাড়বে সন্ধ্যা ৬টায়। অর্থাৎ ৪৫ মিনিট দেরিতে চট্টগ্রাম ছেড়ে যাবে মেঘনা এক্সপ্রেস। এখন ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে চাঁদপুর রেলওয়ে স্টেশন ছেড়ে আসে সকাল ৫টায়। নতুন সূচিতেও আসবে একই সময়ে।

 

বিজয় এক্সপ্রেস ট্রেনটি চলে চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে। এখন এটি চট্টগ্রাম থেকে ময়মনসিংহ হয়ে জামালপুর পর্যন্ত চলবে। এতোদিন ট্রেনটি সকাল ৯টায় চট্টগ্রাম ছেড়ে গেলেও নতুন সূচিতে ছাড়বে সোয়া ৯টায়। এখন ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন ছেড়ে আসে রাত সাড়ে ৮টায়। নতুন সূচিতে জামালপুর রেলওয়ে স্টেশন ছেড়ে আসবে রাত ৮টা ১০ মিনিটে।

 

বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তারেক মুহাম্মদ ইমরান পূর্বকোণকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য ট্রেনের সঙ্গে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন রুটে চলাচল করা আন্তঃনগর ট্রেনগুলোর সময়সূচিতেও কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন এ সূচি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট