চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ছাত্রলীগ কমিটি ভেঙে দেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত আসেনি- কাদের

অনলাইন ডেস্ক

৮ সেপ্টেম্বর, ২০১৯ | ৩:৫২ অপরাহ্ণ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়ার বিষয়ে এখনও কোনও সাংগঠনিক সিদ্ধান্ত আসেনি ।  তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত ও বাস্তবায়ন প্রসেস না হবে, ততক্ষণ আমি এ  বিষয়ে কিছুই বলতে পারবো না। ’

তিনি বলেন, ‘গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড ও সংসদীয় বোর্ডের যৌথসভা হয়েছে। ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়ার বিষয়ে গতকাল কোনও মিটিং হয়নি । তবে সেখানে অনেক বিষয়ে আলোচনা হয়েছে।  রাগ, ক্ষোভ, অসন্তুষ্টির বিষয়ও এসেছে।  

নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রবিবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ছাত্রলীগের কমিটি ভেঙে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ সম্পর্কে ওবায়দুল কাদের  জানান, ‘যতক্ষণ পর্যন্ত সাংগঠনিক সিদ্ধান্ত না আসছে, ততক্ষণ উনি (প্রধানমন্ত্রী) বলেছেন তা বলবো না, উনি বলেননি তাও বলবো না।’

গণভবন থেকে  ছাত্রলীগ নেতাকর্মীদের চলে যেতে বলার প্রসঙ্গে তিনি জানান, ‘প্রধানমন্ত্রীর বাসভবনে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বহু নেতাকর্মী আসেন। ছাত্রলীগের নেতাকর্মীরাও এসেছিলেন।  প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমি কেন তাদের চলে যেতে বলবো?’

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট