চট্টগ্রাম শুক্রবার, ০১ ডিসেম্বর, ২০২৩

আয়কর উৎসব শুরু আজ

নভেম্বর জুড়ে করদাতাদের দেওয়া হবে বিশেষ সেবা

নিজস্ব প্রতিবেদক

১ নভেম্বর, ২০২৩ | ১১:৪৩ পূর্বাহ্ণ

আজ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী আয়কর তথ্য-সেবা মাস। ৩০ নভেম্বর পর্যন্ত সারাদেশের সঙ্গে চট্টগ্রামের ৪টি কর অঞ্চলের প্রতিটি সার্কেল অফিসে উৎসব মুখর পরিবেশে রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা। করদাতাদের সুবিধার জন্য আয়কর মেলার আদলে রিটার্ন জমা নেওয়া হবে। প্রতিটি সার্কেল অফিসে স্থাপন করা হবে বিশেষ বুথ এবং ওয়ান স্টপ সার্ভিস সেন্টার।

 

এছাড়া রিটার্ন গ্রহণ বুথ ও হেল্প ডেস্ক স্থাপন করে রিটার্ন গ্রহণের পরিবেশকে আকর্ষণীয় করে তোলা হবে। একই সঙ্গে রিটার্ন দাখিলকারীদের তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকারপত্রের সঙ্গে রিটার্ন দাখিলের জন্য উৎসাহ দিতে উপহার দেওয়া হবে। মিলবে কর সংক্রান্ত সব তথ্য। করদাতারা চাইলে অনলাইনেও কর দিতে পারবেন। এক পৃষ্ঠার রিটার্ন দাখিল পদ্ধতিও থাকবে। পাশাপাশি ই-চালান ও নতুন টিআইএন করার সুযোগও থাকবে।

 

আজ বুধবার বেলা ১১টায় নগরীর আগ্রাবাদে পিএইচপি ফেলিকন মাহজাবিন ভবনে আয়কর তথ্য-সেবা মাসের উদ্বোধন করবেন চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মো. শাহাদাৎ হোসেন শিকদার। এ সময় চট্টগ্রাম কর অঞ্চল-২ এর   কমিশনার ড. মো. সামছুল আরেফিন, চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন, চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর কমিশনার ছাবিনা ইয়াসমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

 

চট্টগ্রাম কর অঞ্চল-২ এর উপ-কর কমিশনার রাকিবুল হাফিজ পূর্বকোণকে বলেন, নভেম্বরজুড়ে চট্টগ্রামের কর অঞ্চলগুলোর সার্কেল অফিসগুলোতে করদাতাদের বিশেষ সেবা দেওয়া হবে। সহজে রিটার্ন জমা দিতে পারবেন টিআইএনধারীরা। এছাড়া রূপালী ব্যাংকের বুথে করের এ-চালান জমা দেওয়া যাবে।

 

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট