চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মহাসড়কে টোল আদায়ের নির্দেশ জনগণের পকেট কাটতেই : রিজভী

নিজস্ব প্রতিবেদক

৬ সেপ্টেম্বর, ২০১৯ | ৭:২৩ অপরাহ্ণ

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, জনগণের পকেট কাটতেই সরকার দেশের মহাসড়ক থেকে টোল আদায়ের সিদ্ধান্ত নিতে যাচ্ছে  ।

রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে তিনি এ কথা বলেন।

রিজভী জানান, দুদিন আগে একনেকের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন দেশের মহাসড়ক থেকে টোল আদায় করতে। সরকারের এ সিদ্ধান্ত সম্পূর্ণ গণবিরোধী। জনগণের পকেট কাটতেই এমন সিদ্ধান্ত নিচ্ছে সরকার।

দেশের মহাসড়কগুলো টোল আদায়ের জন্য উপযুক্ত নয় উল্লেখ করে রিজভী জানান, সারাদেশের অধিকাংশ রাস্তা খানাখন্দে ভরা। সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সড়কে মৃত্যুর মিছিল থামছে না। এ ছাড়া নানা কারণে সব সড়কে যানজট লেগেই আছে। মহাসড়ক থেকে টোল আদায় করা হলে তা যাত্রীদের পকেট থেকেই দিতে হবে, যানজটের তীব্রতা বাড়বে, নষ্ট হবে সময়।

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট