গাজীপুরের কালিয়াকৈর ও মহানগরীর কোনাবাড়ি থানাধীন বাইমাইল পশ্চিম পাড়ায় দেয়াল ধসের পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) ভোরে কালিয়াকৈর উপজেলার রতনপুর নলীপাড়া এলাকায় দেওয়াল ধসের ঘটনা ঘটে। এতে মাটির দেয়াল ধসে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার রতনপুর নলীপাড়া এলাকার মৃত হাছেন আলীর ছেলে ইমারত আলী (৬৫) ও তার স্ত্রী আছিয়া বেগম (৫৫)।
স্থানীয়রা জানায়, দু’দিনের ভারি বৃষ্টিপাতে ঘরের মাটির দেয়াল নরম হয়ে যাওয়ার মধ্যরাতের কোনোসময় ওই ঘরের মাটির দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়ে স্বামী-স্ত্রী দুইজনই ঘটনাস্থলেই মারা যান। পরে ভোর পাঁচটার দিকে বাড়ির অন্য সদস্যরা মাটির দেয়ালের ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের লাশ উদ্ধার করে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘মাটির ঘরের দেয়াল চাপায় স্বামী-স্ত্রী দুই জন মারা গেছে এমন সংবাদ পেয়েছি। স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করেছে।‘
এছাড়া কোনাবাড়ীতে দেয়াল ধসে ফরিদুল (৬) ইসলাম নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) ভোরে সে মারা যায়। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন বাইমাইল পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পূর্বকোণ/এএইচ