৫ সেপ্টেম্বর, ২০১৯ | ৩:২৫ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার নাম নাজিম উদ্দিন।বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে ভারতের সীমান্তের অভ্যন্তরে ৭৪ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন চুয়াডাঙ্গা সদর উপজেলার সীমান্তবর্তী আকন্দবাড়িয়া গ্রামের তারু মিয়ার ছেলে বলে জানান স্থানীয়রা।
তারা জানান, বুধবার রাত ৩টার দিকে সীমান্তবর্তী ৭৪নং মেইন পিলারের কাছাকাছি ভারতের পোঁতা ক্যাম্পের ১নং গেট এলাকায় বিএসএফের গুলিতে নাজিম নিহত হন।
এই বিষয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী ৫৮ বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার রেজাউল করিম জানান, ঘটনা শুনেছি, ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। বিস্তারিত এখনই বলতে পারছি না।
পূর্বকোণ/ময়মী
The Post Viewed By: 259 People