৪ সেপ্টেম্বর, ২০১৯ | ১১:২৫ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
এক যুবকের কাছ থেকে টাকা ছিনতাই চেষ্টার অভিযোগে ঢাকার মতিঝিলে মোহামেডান স্পোটিং ক্লাবের সামনে জনতার হাতে ধরা পড়েছেন এক পুলিশ কনস্টেবল। বংশাল থানায় কর্মরত আল মামুন (৩৫) নামে ওই কনস্টেবলকে বুধবার বিকালে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ছিনতাইয়ের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে মতিঝিল থানার ওসি ওমর ফারুক জানিয়েছেন।
তিনি বলেন, আবুল কালাম নামে এক ব্যক্তির কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়েছিল।
নবাবপুরের ব্যবসায়ী আবুল কালাম মতিঝিলে একটি ব্যাংক থেকে ১০ লাখ টাকা তুলে নিয়ে যাচ্ছিলেন। পথে তাকে আটকায় কনস্টেবল আল মামুন ও তার সঙ্গে থাকা জিতু নামে একজন।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, আল মামুন কনস্টেবল পরিচয়ে আবুল কালামের কাছে পাওনার কথা বলে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। আবুল কালাম টাকা দিতে না চাইলে তার মাথায় হেলমেট দিয়ে আঘাত করে।
পূর্বকোণ/ এস
The Post Viewed By: 370 People