চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাড়িতে পানি, অন্য বাড়িতে যাওয়ার সময় নৌকা ডুবে ৩ ভাই-বোনের মৃত্যু

অনলাইন ডেস্ক

২ জুলাই, ২০২৩ | ৪:৩৪ অপরাহ্ণ

সুনামগঞ্জে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ফারজানা (১৩), মারজানা (৮) ও রবিন (৪)

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওদুদ জানান, উপজেলার গোবিন্দপুর গ্রামের দিনমজুর সুহেল মিয়ার বাড়িতে পানি চলে আসায় চার ছেলে-মেয়েকে ছোট নৌকায় অন্যদের বাড়িতে পাঠান। যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা বড় ভাই সাতার কেটে পাড়ে উঠলেও তিন ভাই-বোন ডুবে যায়। পরে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গোবিন্দপুরে তিন ভাই-বোন পানিতে ডুবে মারা গেছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট