চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

১০ জুনের পর আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা: গয়েশ্বর

অনলাইন ডেস্ক

৭ জুন, ২০২৩ | ১০:১০ অপরাহ্ণ

১০ জুনের পর আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আন্দোলনের রুপরেখা এখনো তৈরি হয়নি। সরকার এখন যা খুশি তাই বলছে। তারা বলছে, কয়লা না কিনতে পারায় পায়রা বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। অথচ নগদ টাকা দিয়েও জনগণ বিদ্যুৎ পাচ্ছে না।

বুধবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের কালীগঞ্জ গার্মেন্টস এলাকায় আগানগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দরিদ্র মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।আগানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আরশাদ রহমান সফুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি বলেন, ২৬ মে জিনজিরা বিএনপির পার্টি অফিসের সামনে বিএনপি নেতাকর্মীদের রক্তাক্ত করা হয়েছে। যে মাটিতে রক্ত ঝরেছে, সেখান থেকেই সরকার পতনের আন্দোলন শুরু করা হবে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা হাজি ঈশা খান, আরশাদ খান, শফিকুল ইসলাম সাঈদ, সোহেল রানা প্রমুখ।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট