চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

৬৬ দিন পর করোনায় ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

২ জুন, ২০২৩ | ৮:১৬ অপরাহ্ণ

দুই মাসের বেশি সময় পর দেশে করোনাভাইরাসে দুইজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এই দুইজনের মৃত্যু হয়। এদের একজন ঢাকা মহানগরীতে এবং আরেকজন গাজীপুরে মারা যান।

সর্বশেষ গত ২৮ মার্চ দেশে কোভিডে একজনের মৃত্যুর পর গত ৬৬ দিন ছিল মৃত্যুশূন্য। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন আরো ৮৯ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। ১৫১৫টি নমুনা পরীক্ষা করে এদের শনাক্ত করা হয়। এতে শনাক্তের হার ৫ দশমিক ৮৭ শতাংশ। আগেরদিন এই হার ছিল ৫ দশমিক ৯৯ শতাংশ।

দেশে গত সোম থেকে বুধবার- টানা তিনদিন শনাক্ত রোগী একশর ওপর ছিল। এরপর গত দুইদিন ধরে দিনে শনাক্ত রোগী একশর নিচেই থাকছে। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৫০৬ জন। গত ২৪ ঘণ্টায় ১২ জন কোভিড রোগীর সেরে উঠেছেন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ৩১৩ জন।

গত একদিনে শনাক্ত ৮৯ জন রোগীর মধ্যে ৮৩ জনই ঢাকার। এছাড়া রাজশাহীতে ৩ জন, পাবনায় ২ জন এবং সিলেটে একজন নতুন রোগী শনাক্ত হয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট