বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ১৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামীকাল রবিবার থেকে ১৫ জুন পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে-আলোচনা সভা, দোয়া, দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপির ঘোষিত কর্মসূচি ছিলো শুক্র ও শনিবার ১৮টি জেলায় সমাবেশ কর্মসূচি পালিত হবে। এছাড়া ২৬ মে ১৭টি জেলায় ও ২৭মে বিএনপির ১৫টি জেলায় জনসমাবেশ।
এছাড়া ২৮ মে ঢাকার বাইরে মহানগর ও শহরে পদযাত্রা ও ময়মনসিংহ জেলা মহানগর সমাবেশের মধ্যে দিয়ে আজ শেষ হচ্ছে আগের কর্মসূচি।
আগামীকাল ২৯ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বেলা ১১ টায় আলোচনা সভার মধ্যে দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিউশন মিলনায়তনে শুরু হবে ১৮ দিন ব্যাপী কর্মসূচি। চলবে ১৫ জুন পর্যন্ত।
পূর্বকোণ/এএইচ