চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মেয়াদোত্তীর্ণ লাইসেন্স : ৮ পণ্য বাতিল বিএসটিআই’র

বিএসটিআইর প্রতিবেদন: ১৫৪ পণ্যে মানহীন ১৩

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট, ২০১৯ | ৬:১৯ অপরাহ্ণ

মান প্রণয়ন ও মানসম্মত পণ্য প্রাপ্তি নিশ্চিতকরণ প্রতিষ্ঠান বিএসটিআই ১৫৪টি পণ্য পরীক্ষা করে ১৩টি নিম্নমানের পণ্য পেয়েছে। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) হাইকোর্টে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেন সংস্থাটির আইনজীবী। নিম্নমানের ১৩টি পণ্যের মাঝে লাচ্ছা সেমাই, ঘি ও রুটির মতো পণ্য রয়েছে।

নিম্নমান ঘোষণার কয়েকদিনের মধ্যেই এসব পণ্য আবার কীভাবে মানসম্মত হয়ে যায়, তা নিয়েও প্রশ্ন তুলেছেন উচ্চ আদালত।

পণ্যগুলো হলো

১. ফার্ম ফ্রেশের ঘি

২.ফর্টিফাইড সয়াবিন ওয়েল (সেফ)

৩. ফর্টিফাইড সয়াবিন তেল (কিচেন)

৪.মদিনা লাচ্ছা সেমাই

৫.আয়োডিন যুক্ত লবণ (উট)

৬. আয়োডিন যুক্ত লবণ (নজরুল)

৭. মডার্ন স্কিন ক্রিম

৮. জিএম স্কিন ক্রিম

৯. এরাবিয়ান স্পেশাল ঘি

১০. রেভেন লাচ্ছা সেমাই

১১.খাজানা লাচ্ছা সেমাই

১২.খাজানা ঘি

১৩.খাজানা চানাচুর

এদিকে, ভোক্তাদের অভিযোগ শুনতে হটলাইন চালুর জন্য ৫০ লাখ টাকা বাজেট চাওয়ায়, হাইকোর্টে ক্ষমা চেয়েছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক শামীম আল মামুন। এ সময় আউটসোর্সিংয়ের মাধ্যমে হটলাইন চালুর নির্দেশ দেন আদালত।

আউটসোর্সিং এর মাধ্যমে এই হটলাইন চালু করতে বলা হয়েছে। এক্ষেত্রে মাসে খরচ হবে পাঁচ লাখ টাকা।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট