চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সোনার ভরি আজ থেকে ৫৮ হাজার টাকা

অনলাইন ডেস্ক

২৭ আগস্ট, ২০১৯ | ২:৫৪ অপরাহ্ণ

সোনার দাম ফের বাড়লো। ফলে ৯ দিনের ব্যবধানে আগস্ট মাসেই চতুর্থবারের মতো বাড়লো সব ধরনের সোনার দাম। ভালো মানের সোনার ভরিতে এক হাজার ১৬৬ টাকা দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি ৫৮ হাজার ২৮ টাকায় বিক্রি হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি– বাজুস।

গত ১৮ আগস্ট সব ধরনের সোনার দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা করে বাড়ানো হয়েছিল। তার আগে গত ৮ আগস্ট প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা এবং ৬ আগস্ট প্রতি ভরি সোনার একই পরিমাণ দাম বাড়ানো হয়েছিল। এছাড়া, গত ২৪ জুলাই সব ধরনের সোনার দাম প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছিল।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির তখনকার ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৫৫ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৫০ হাজার ৬৮০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৩০ হাজার ৩২৬ টাকা নির্ধারণ করা হয়।

সোমবার (২৬ আগস্ট) পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫৬ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট ৫৪ হাজার ৫২৯ টাকা, ১৮ ক্যারেট ৪৯ হাজার ৫১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ২৯ হাজার ১৬০ টাকায় বিক্রি হয়েছে।

সোনার দাম বাড়ানোর জন্য আন্তর্জাতিক বাজারের দাম বৃদ্ধিকে কারণ বলে জানান বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা। তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে সোনার বাড়লে আমরাও দাম বাড়াই।’

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈশ্বিক অস্থিরতা এবং ডলারের দরপতনের কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী রয়েছে। ফলে দেশীয় বুলিয়ন মার্কেটে সোনার বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুসের কার্য নির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে বাংলাদেশের বাজারে সোনার ভরি এক হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি ভরি রুপা আগের দাম ৯৩৩ টাকাতে বিক্রি হবে।

পূর্বকোণ/মিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট