চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ঈদে ছুটি মিলছে ৫ দিন

অনলাইন ডেস্ক

১০ এপ্রিল, ২০২৩ | ৭:০৯ অপরাহ্ণ

আসন্ন ঈদুল ফিতরে সরকারি ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০ এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি অফিসগুলো ছুটি থাকবে। ফলে এবার ঈদের ছুটি মিলছে ৫ দিন। 

আজ সোমবার (১০ এপ্রিল) মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করেন। বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের বিষয়টি জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

সরকারের নির্বাহী আদেশের এই ছুটির ফলে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন চাকরিজীবীরা। ১৯ এপ্রিল বুধবার শবে কদরের সরকারি ছুটি। তবে ঈদের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা ছিল। মন্ত্রিসভার বৈঠকে এদিনও ছুটি ঘোষণা করা হলো। পরের টানা তিনদিন (২১, ২২ ও ২৩ এপ্রিল) আগে থেকেই ছুটি নির্ধারিত ছিল।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট