চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

মার্কেটটি ঝুঁকিপূর্ণ, ১০ বার নোটিশ দেয়ার পরও কাজে আসেনি

অনলাইন ডেস্ক

৪ এপ্রিল, ২০২৩ | ৩:০৮ অপরাহ্ণ

মার্কেটটি ঝুঁকিপূর্ণ এমন ঘোষণা আমরা বহুবার দিয়েছি। নোটিশ করে দশবার ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। তবুও কাজে আসেনি বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

আগুন নিয়ন্ত্রণে আসার পর এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

মো. মাইন উদ্দিন বলেন, ‘২০১৯ সালের ১০ এপ্রিল এই ভবনটি ঝুঁকিপূর্ণ আকারে আমরা ঘোষণা করেছিলাম। এ সংক্রান্ত ব্যানারও টানিয়েছি। এরপর আমরা দশবার নোটিশ দিয়েছি। বলেছি, এই ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমাদের করণীয় যা যা ছিল তা আমরা করেছি।’

তিনি বলেন, ‘এখানে ৬৫০ জন ফায়ার ফাইটার ও ২০০ অধিক সেনাবা‌হিনী সদস্য অংশ নি‌য়ে‌ছেন।’

ডিজি বলেন, ‘আমরা এখানে হাজির থেকেই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি। আপনারা দেখেছেন আমি নিজে সকাল সাড়ে ৬টায় এখানে এসেছি। আমরা এর সুষ্ঠ তদন্ত করবো।

রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার দুপুর ১২টা ৩৬ মিনিটে এই আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট