চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ফের ১১৬৭ টাকা কমল সোনার দাম

অনলাইন ডেস্ক

২২ মার্চ, ২০২৩ | ৯:৪১ অপরাহ্ণ

দে‌শের বাজা‌রে ফের ভরিপ্রতি ১১৬৭ টাকা কমেছে সোনার দাম। এতে ভালোমানের প্রতি ভরি সোনার দাম এখন ৯৬ হাজার ৪৬১ টাকা। আগামীকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে এই দাম কার্যকর হবে।

 

বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ।

 

নতুন দাম অনুযায়ী, বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৯৬ হাজার ৪৬১ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৯২ হাজার ৮৭ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি সোনার দাম পড়বে ৭৮ হাজার ৯০৬ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৬৫ হাজার ৭৮৪ টাকা।

 

গতকাল মঙ্গলবার সোনার দাম ১১৬৭ টাকা কমিয়ে আজ বুধবার সোনা বিক্রি হয়েছে ৯৭ হাজার ৬২৭ টাকায়। তিনদিন আগে এই সোনার দাম ছিল ৯৮ হাজার ৭৯৪ টাকা।

 

এদিকে অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ৫০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট