চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

দৌড়ে লিফটে ধরতে গিয়ে ভারসাম্য হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক

২১ মার্চ, ২০২৩ | ১১:০৯ অপরাহ্ণ

রাজধানীর কমলাপুরে একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে বের হয়ে দৌড়ে লিফট ধরতে যান শাফায়েত আহমেদ রাশু (১৮) নামে এক শিক্ষার্থী। এ সময় শরীরের ভারসাম্য হারিয়ে ব্যালকনি দিয়ে নিচে পড়ে যায় ওই শিক্ষার্থী।

 

মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কমলাপুরে ইস্টার্ন হাউজিংয়ের ওই ভবন থেকে শাফায়েত পড়ে যান। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব‍্যরত চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

 

তাকে হাসপাতালে নিয়ে আসা বাবা শাহ আলম জানান, ওষুধ কেনার জন্য বের হয়েছিলেন শাফায়েত। ফ্ল্যাট থেকে বের হয়ে দৌঁড়ে লিফট ধরতে যায় সে। এ সময় শরীরের ভারসাম্য হারিয়ে ব্যালকনি দিয়ে নিচে পড়ে যায়।

 

শাফায়েত কমলাপুর শেরেবাংলা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট। তার কিছুটা মানসিক সমস্যা ছিল এবং সেজন্য চিকিৎসা চলছিল বলেও জানান শাহ আলম।

 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, শাফায়েতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট