২১ মার্চ, ২০২৩ | ১০:০৬ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
একুশে পদকপ্রাপ্ত ভাস্কর শামীম শিকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্বামী, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশী ভাস্কর শামীম সিকদারের জন্ম ১৯৫২ সালে। তিনি একাত্তরের বীর মুক্তিযোদ্ধা। চারুকলা ইনস্টিটিউটের ভাস্কর্য বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি সিমেন্ট, ব্রোঞ্জ, কাঠ, প্লাস্টার অব প্যারিস, কাদা, কাগজ, স্টিল ও গ্লাস ফাইবার মাধ্যমে কাজ করেন। প্রখ্যাত কমিউনিস্ট বিপ্লবী নেতা সিরাজ সিকদার তার আপন বড় ভাই।
ঢাবির চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের অধ্যাপক শামীম শিকদার ১৯৯০ সালে টিএসসিতে ‘স্বোপার্জিত স্বাধীনতা’ এবং ফুলার রোড এলাকায় ‘স্বাধীনতা সংগ্রাম’ নির্মাণ করেন।
এর আগে ১৯৭৪ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে ঢাকা কেন্দ্রীয় কারাগারে একটি ভাস্কর্য নির্মাণ করেন। ২০০০ সালে শামীম শিকদার একুশে পদক পান।
পূর্বকোণ/জেইউ/পারভেজ