চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্বর্ণের দাম বেড়ে ভরি ৯৮ হাজার ৭৯৪ টাকা

অনলাইন ডেস্ক

১৮ মার্চ, ২০২৩ | ১০:২১ অপরাহ্ণ

একদিনেই প্রতি ভরিতে দাম বাড়লো ৭ হাজার ৬৯৮ টাকা। নতুন দামে ভাল মানের এক ভরি স্বর্ণের দাম পড়বে ৯৮ হাজার ৭৯৪ টাকা।

 

শনিবার (১৮ মার্চ) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, নতুন দাম রবিবার (১৯ মার্চ) থেকে কার্যকর হবে।

 

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার দাম সমন্বয় করা হয়েছে।

 

নতুন দাম অনুসারে, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১. ৬৬৪ গ্রাম) সোনার দাম হবে ৯৮ হাজার ৭৯৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের সোনার ভরি পড়বে ৯৪ হাজার ৩০৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৮০ হাজার ৮৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম হবে ৬৩ হাজার ৩০১ টাকা।

 

এদিকে সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেট ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকায় অপরিবর্তিত আছে।

 

বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও তা সমন্বয় করা হয়েছে বলে জানায় বাজুস। তথ্যমতে, প্রতি আউন্স স্বর্ণের দাম একদিনের ব্যবধানে প্রায় ৭০ ডলার বেড়ে হয়েছে ১ হাজার ৯৯০ ডলার।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট